গত ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পূর্ণ হয়।
স্বাধীনতা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি শিমুল মুহুরী, প্রাতঃ শাখার সহকারী প্রধান শিক্ষক রাজিয়া বেগম, দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক খাদিজা বেগম, অধ্যক্ষ মুহম্মদ আরিফ উল হাসান চৌধুরী, অন্যান্য শিক্ষক, কর্মচারী ও ছাত্র ছাত্রীবৃন্দ।
আলোচনা সভায় অনুষ্ঠানে অধ্যক্ষ মুহম্মদ আরিফ উল হাসান তার বক্তব্যে বলেন, আজকে যে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারছি, স্বাধীনভাবে নিজের মনোভাব প্রকাশ করতে পারছি তার মূল অবদান হচ্ছে তৎকালীন সময়ের শহীদের প্রাণ। কারন তারা যদি স্বাধীনতা প্রতিষ্ঠা না করে যেতেন তাহলে আমাদের আজকের স্বাধীনভাবে বেঁচে থাকার কোনো অবকাশ ছিল না। আর তার জন্যই তাদের জীবনের এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানা প্রত্যেক বাঙালির একান্ত কর্তব্য বলে মনে করি।
অনুষ্ঠানে পুরস্কার বিতরনী প্রতিযোগিতার মধ্যে ছিলো চিত্রাঙ্কন, রচনা, বিতর্ক প্রতিযোগিতা সহ ব্যাডমিন্টন খেলা হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিতরণ করেন।