অনলাইন ডেস্ক
জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহকে বৃহস্পতিবার ব্যাংক মানি লন্ডারিং মামলায় গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছেন। অর্থ মন্ত্রণালয়ের তদন্ত বিভাগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) গোয়েন্দারা তাকে জেরা করে।
এর আগে ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) জেঅ্যান্ডকে ব্যাংকের সাবেক চেয়ারম্যান মুশতাক আহমেদ শেখসহ কয়েকজনকে ঋণ এবং বিনিয়োগ অনুমোদনে অনিয়মের দায়ে অভিযুক্ত করেছিল।
সিবিআইয়ের এফআইআরকে আমলে নিয়ে ইডি মানি লন্ডারিং আইনে তদন্ত শুরু করেছে।
সিবিআই ২০২১ সালে জেঅ্যান্ডকে ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিরুদ্ধে ২০১০ সালে মুম্বাইয়ের বান্দ্রা কুরলায় মেসার্স আকৃতি গোল্ড বিল্ডার্সের কাছ থেকে একটি সম্পত্তি কেনার জন্য বিষয়ে মামলা করেছিল। ষড়যন্ত্রের মাধ্যমে টেন্ডার প্রক্রিয়াকে উপেক্ষা করে অতি চড়া দাম ১৮০ কোটি রুপিতে সম্পত্তিটি কেনার অভিযোগ করা হয় এতে।
ফারুক আবদুল্লাহর দল জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএনসি) এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের নিন্দা করে অভিযোগ তুলেছে, কেন্দ্রীয় সংস্থাগুলোকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা হচ্ছে।
সূত্র : এনডিটিভি