ইমন খানঃ
সাবেক কোনাবাড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ তোফাজ্জল হোসেন কোনাবাড়ি আমবাগ ঐতিহাসিক ঈদগাহ মাঠের ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। নগরের ১০ নং ওয়ার্ডে ঐতিহাসিক ঐ ঈদগাহ মাঠে দুই ঈদে তিনটি করে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।
এতে কয়েক হাজার মুসল্লী নামাজ আদায় করেন। আগামী ঈদুল ফিতরের নামাজ ও অবকাঠামো উন্নয়ন নিয়ে শনিবার ৯ ই এপ্রিল সকাল ১০ টায় ঈদগাহ মাঠে আলোচনা সভার মাধ্যমে নব গঠিত কমিটি অনুমোদন হয়। আগামী ৩ বছরের জন্য ১০২ সদস্য কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি মোঃ মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক কাউন্সিলর মোঃ খলিলুর রহমান এম এ।
স্থানীয় মুরব্বি,বিশিষ্ট সমাজ সেবক ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দদের সমন্বয়ে বর্তমান কমিটির মাধ্যমে ঈদগাহ মাঠ সহ অবকাঠামো উন্নয়ন হবে এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।
কমিটি গঠন প্রক্রিয়ায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক শেখ মোঃ আক্কাস আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আসাদুল্লাহ, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন দুলাল,১১ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কালাম আজাদ,১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক সরকার সহ স্থানীয় মুরব্বি সহ প্রায় ২ শতাধিক সমাজের নেতৃত্বদানকারী ব্যক্তিবর্গ।