সীতাকুণ্ডে জেলিযুক্ত চিংড়ি ও লাইসেন্স ছাড়া মাছের খাদ্য বিক্রির অপরাধে ৩ দোকানিকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, গত ৩১ মার্চ থেকে শুরু হওয়া জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আদালত পরিচালনা করা হয়েছে। মৎস্য ফিডের গুণগত মান রক্ষা ও জেলিমুক্ত চিংড়ি বিক্রির উপর নিয়মিত নজরদারি করা হবে।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন, সীতাকুণ্ড থানার এসআই আশরাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন