google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র মিঠাপানির নদী বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদী। চট্টগ্রামের হাটহাজারী এলাকায় অভিযান পরিচালনা করে ১২ হাজার মিটার ঘেরা জাল জব্দ ও একটি মাছ ধরার নৌকা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৬ এপ্রিল) ভোরে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি ভোর ৫টার দিকে উপজেলা গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট পয়েন্ট থেকে শুরু হয়ে পাঁচ ঘণ্টা পর ফরহাদাবাদ অংশে গিয়ে সকাল ১০টার শেষ হয়।
জানাযায়, হালদা নদীতে মা মাছ ডিম ছাড়বার সময় অতি সন্নিকটে, কালবৈশাখী ঝড়বৃষ্টি হলেই নদীতে কার্প জাতির মা মাছ ডিম ছাড়বে। ডিম ছাড়বার জন্য মা মাছ গুলো কুম বেচে নেই। মাছ শিকারিরা অবৈধভাবে মা মাছ শিকারের জন্য সময়টাকে টার্গেট করে ব্যাপক প্রস্তুতি নিয়ে মাছ শিকারের জন্য নদীতে জাল বসায়। নদীতে সারাক্ষণ প্রশাসনের নজরদারী থাকলেও মাছশিকারি অসাধু চক্র প্রতিনিয়ত প্রশাসনের চোখের আড়ালে তাদের অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
এবিষয়ে ইউএনও বলেন, ভোর থেকে হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয়। অভিযানে হালদার দুইপাড়ে হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন পয়েন্ট হতে মোট ২১টি ঘেরাজাল জব্দ ও একটি মাছ ধরবার নৌকা ধ্বংস করা হয়েছে। হালদায় আসন্ন প্রজনন মৌসুমে মা মাছের নিরাপদ পরিবেশ বজায় রাখতে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান।
অভিযানে গড়দুয়ারা ইউপি সদস্য মোঃ ইস্কান্দর হোসেন, ছিপাতলী ইউপি সদস্য মোঃ বেলাল উদ্দিন, ধলই ইউপি সদস্য শফিউল আলম, ফরহাদাবাদ ইউপি সদস্য মোঃ নাসির উদ্দিন সহযোগিতা প্রদান করেন।
Comments
comments