google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
গত ১৩মার্চ ২০২২ইং তারিখ দৈনিক আজকালের খবর সহ আরো কয়েকটি দৈনিক পত্রিকায় উল্লেখিত শ্রীপুরে কৃষকের আড়াই বিঘা জমির ধানের চারা কেটে ফেলার অভিযোগ শীর্ষক একটি সংবাদ প্রকাশ হয়েছে।
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মুজিবুর রহমান মাষ্টার।
মুজিবুর রহমানের নাম উল্লেখ করে শীর্ষক সংবাদটি দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত।
মুজিবুর রহমান মাষ্টার বলেন, উক্ত জমি আমরা মাতৃক এবং ক্রয় করে বৈধ মালিক হিসেবে বিগত ৬০ বৎসর যাবৎ ভোগদখল করিয়া আসতেছি।
আমার তফসিল জমি জেলা- গাজীপুর শ্রীপুর অধীন এস.এ-১২২২আর.এস-১২৭৩নং খতিয়ানে এস.এ-৬১২,আর.এস-৩২৭৫নং দাগে জমির পরিমাণ ১একর২২.৫০ শতাংশ। যাহার জোত নং-৪১৮৯।এমতাবস্থায় একই এলাকার উক্ত জমি পত্রিকায় বর্ণিত মৃত মোকছেদ আলী মোল্লার ছেলে মেজবাহ উদ্দিন মোল্লা গত ৯ মার্চ মিথ্যা ঘটনা সাজিয়ে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় বানোয়াট, বিত্তহীন ও উদ্দেশ্য মুলুক একটি মিথ্যা সংবাদ প্রকাশিত করিয়েছে।
পত্রিকার মিথ্যা সংবাদ প্রকাশিত প্রতিবেদকগণ সত্য টা যাচাই না করে এবং আমার দেয়া সম্পূর্ণ তথ্য গোপন রেখে অসত্য প্রকাশ করে।কাজেই আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী-
মোঃ মুজিবুর রহমান মাষ্টার
পিতাঃমৃত- খন্দকার মাজেদ আলী
সাং- বারতোপা, শ্রীপুর, গাজীপুর
Comments
comments