খোরশেদ আলম :
যশোরের শার্শা উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরী এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
যশোর জেলা প্রশাসক জনাব মোঃ তমিজুল ইসলাম খান মহোদয় এর উপস্থিতি এ উদ্বোধনী অনুষ্ঠিত হয়।
শার্শা উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ সিরাজুল হক মঞ্জু এর সার্বিক তত্ত্বাবধানে চলবে লাইব্রেরীটি।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার জনাব মীর আলিফ রেজা’র বাস্তবায়নে,
১৮ ই এপ্রিল (সোমবার) বিকাল ৪টা ৩০ মিনিটের সময়ের দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শার্শা উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরি এর শুভ উদ্বোধন করেন, যশোরের ডিসি (জেলা প্রশাসক) মহোদয় জনাব মোঃ তমিজুল ইসলাম খান। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মেহেদী হাসান, শার্শা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা আলেয়া ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধাগণ, শার্শা উপজেলা সহকারী (ভূমি) কমিশনার জনাবা রাসনা শারমিন মিথি, শার্শা থানা অফিসার ইনচার্জ মোঃ মামুন খান, শার্শা উপজেলা আইসিটি (তথ্য) অফিসার মোঃ আহসান কবির, শার্শা উপজেলা আনসার ও ভিডিপি এর (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আব্দুল্লাহ আল রাসেল, শার্শা উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ তৌহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা সিনিয়র মৎস অফিসার আবুল হোসেন, শার্শা উপজেলা প্রকৌশলী এস,এম মামুন। এছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা সহ এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা সদর ১০ নং ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান কবির উদ্দিন আহম্মেদ তোতা, সাংবাদিক খোরশেদ আলম এবং অন্যান্য সাংবাদিক সহ সুধীজনের আরো অনেকে।
এদিন বিকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শার্শা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় ভবনের কক্ষে উক্ত পরিষদ পাবলিক লাইব্রেরী এর শুভ উদ্বোধন শেষে, ফিতা কেটে লাইব্রেরী কক্ষে প্রবেশ করেন যশোর জেলা প্রশাসক মহোদয়, এসময় জেলা প্রশাসক মহোদয় হাতে উপহার বই তুলে দেন মুক্তিযোদ্ধাগণ। এছাড়াও তিনার সঙ্গে নিয়ে আসা মুল্যাবান বই লাইব্রেরীতে সংরক্ষণের জন্য উপহার প্রদান করেন। এসময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন দিকনির্দেশনা মূলক পরামর্শ দেন। সেখানে ঘুরে ঘুরে পর্যবেক্ষণ পরিদর্শন শেষে এরপর তিনি শার্শা উপজেলা পরিষদ প্রাঙ্গণ এর উন্নয়ন কর্মকাণ্ড এর আনসার ও ভিডিপি ক্যাম্প এবং উপজেলা পরিষদ আবাসিক এলাকায় নির্মিত শিশুদের খেলাধুলা ও বিনোদন এর শেখ রাসেল শিশু কর্ণারটি পরিদর্শন করেন। এছাড়াও এদিন তিনি শার্শা নির্বাহী অফিসার বাসভবনে অনুষ্ঠিত ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।