google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
এসএসসি ৯০ ভিত্তিক দেশের অন্যতম সংগঠন “হৃদয়ে ৯০” এর আয়োজনে গত ২২ এপ্রিল শুক্রবার নগরীর বেলপেপার রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল।
* গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন কাজী গোফরানের সভাপতিত্বে ও এডমিন বদরুল হাসান’র সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এডমিন আলমগীর হায়দার চৌধুরী লিটন, জিএস শাহাব উদ্দিন সজিব। অতিথি প্যানেল থেকে বক্তব্য রাখেন, আমিনুল হক, নাজমুল আবেদিন, সুফিয়ান সিকদার, তোফাজ্জেল হোসেন ফোরকান, জয়নাল চৌধরী, আরশাদ রেজেয়ান, এডভোকেট মো. মাহবুবুল ইসলাম, মিজানুর রহমান, হুমায়ুন কবির।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন এডমিন মমতাজ বেগম,এক্সিকিউটিভ মেম্বার শাহিন মাহমুদ, আব্দুল আলিম সহ সংগঠনের কার্যকরী কমিটির সদস্যবৃন্দ।
* উল্লেখ্য হৃদয়ে ৯০” ১৯৯০ সালে এসএসসি পাস করা বন্ধুদের এই সংগঠনটি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মসূচির জন্য ইতিমধ্যেই চট্টগ্রামসহ সারাদেশের মানুষের নজর কেড়েছে।
* সংগঠনের বিভিন্ন মানবিক কর্মসূচির মাধ্যমে গত দুই বছরে প্রায় হাজার খানেক সুবিধাবঞ্চিত মানুষ সরাসরি উপকৃত হয়েছে। যা বাংলাদেশের প্রায় সবগুলো জাতীয় টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে।
* সংগঠনের এমন সামাজিক সাংস্কৃতিক ও মানবিক কর্মসূচিকে উৎসাহিত করতে পাশে রয়েছে এক ঝাঁক জনপ্রিয় মুখ। যাদের নিঃস্বার্থ অনুপ্রেরণায় গ্রুপের এডমিন প্যানেল এ গ্রুপটিকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যেতে সক্ষম হয়েছে। তাঁদের সবাইকে আন্তরিক অভিনন্দন।
* এ ছাড়াও আয়োজন করেছে চট্টগ্রামের বৃহত্তর সব আনন্দ আয়োজন। সর্বশেষ গত ২৬ নভেম্বর চট্টগ্রামের ফয়েজ লেকে আয়োজন করে এক হাজার বন্ধুর এক মহা মিলন মেলা।৷
* আগামী ৬ই মে সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে ঈদ উৎসবের। যে অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা জানানো হবে করোনাকালে মানব সেবায় অবদান রাখা চট্টগ্রামের বেশকিছু নিবেদিতপ্রাণ সমাজকর্মীকে। চট্টগ্রামসহ সারা বাংলাদেশে অবস্থানকারী এসএসসি নব্বইয়ের সকল বন্ধুরা উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত।
* বিশেষ ধন্যবাদ – গোফরান কাজী।
* সহোযোগিতায় – ফিরোজা বেগম, হাসিনা আফরোজ খুকু, জসিম উদ্দিন হিমেল, লুনা চৌধুরী, শাহনেওয়াজ জামান, রবিউল হোসেন ডাবলু, তৌহিদুল আজাদ, সাজ্জাদ হোসেন, মো. খালেক, রহিম উদ্দিন, মতিউর রহমান জসিম, ইমরান, নেজাম উদ্দিন, কাজী শাহজামান, রিয়াজুল হক চৌধুরী, ফারজানা রহমান প্রথমী, আতাহার ইকবাল, রাজু আহমেদ, রাশেদা শিমু, ড. দিলরুবা, ডেইজি মাহবুব, খালেদা জাহান মুন্নি, এনায়েত মোস্তফা রুমেল, মাহফুজুর রহমান, মিনাক্ষী চৌধুরী, সুজন দে, ফাহিমা খানম শাহা, ফাতেমা খাতুন, শেখ নুর, সাইফুল চৌধুরী, ইন্দিরা চৌধুরী, কনা ভট্রাচার্য, মো. ফরিদ উদ্দিন।
Comments
comments