খোরশেদ আলম :
যশোরের শার্শা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি -২০০০ ব্যাচের বন্ধুদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১ মে রবিবার সন্ধায় উক্ত বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি – ২০০০ ব্যাচের সমন্বয়ে এক পূর্ণমিলনী ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসএসসি- ২০০০ ব্যাচের ছাত্র মোঃ হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে উক্ত বিদ্যালয়ের বিদায়ী ছাত্রদের আবারও পুনর্মিলনী উপস্থিতি বন্ধুদের সমন্বয়ে, এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় পুনর্মিলনী ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন এসএসসি-২০০০ ব্যাচের ছাত্র মোঃ মিজানুর রহমান, মোঃ আলমগীর হোসাইন, মোঃ হাবিবুর রহমান বাবু, মোঃ মিলন আশরাফ, মোঃ ফিরোজ আহম্মেদ, মোঃ নাজিম হায়দার রানা, মোঃ খায়রুল ইসলাম, মোঃ আশরাফুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান মিন্টু, মোঃ জুয়েল রানা, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ খোরশেদ আলম এবং মোঃ শাহ আলম ও মোঃ আলমগীর হোসেন সহ আরো অনেকে।
এসময় ইফতার দোয়া অনুষ্ঠানে প্রাক্তন মরহুম শিক্ষকদের রুহের মাগফেরাত কামনা সহ সকল সহপাঠী বন্ধুদের মঙ্গল কামনা ও মরহুম বন্ধুদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
এছাড়াও এসময় ইফতার মাহফিল শেষে সংক্ষিপ্ত আলোচনায়, আগামীতে প্রত্যেক ঈদের আগের দিনে পুনর্মিলনী ইফতার আয়োজনে আবারও সচেষ্ট থাকতে পারি, সে বিষয়ে আহবান আলোচনা করা হয়।