রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি ॥
ঝালকাঠিতে অসহায় প্রবীনদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে শহরের ইসলামীয়া মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান ঝালকাঠি শাখার উদ্যোগে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও ঝালকাঠি পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট গোলাম কিবরিয়া ঝন্টু।
এ সময় উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা চেয়ারম্যান মো: ছিদ্দিকুর রহমান, অধ্যাপক এমএ জব্বার, প্রফেসার লাল মিয়া, অধ্যক্ষ এমএ বায়েজিদ, মো: মনোয়ার হোসেন, দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: মিজানুর রহমান, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সত্য রঞ্জন দত্ত, দৈনিক দূরযাত্রা সম্পাদক মো: জিয়াউল হাসান পলাশ, কাউন্সিলর তাসলিমা বেগম, মো: হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভায় উপস্থিত প্রবীনরা ঝালকাঠিতে হাসপাতাল ও বৃদ্ধাশ্রম স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছে একটি সরকারী জমি বরাদ্দের দাবি জানান। উল্লেখ্য প্রবীন হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের উদ্যোগে প্রতি শুক্রবার এই চিকিৎসেবা প্রদান করা হবে।