মোঃ আব্দুল হামিদ খান (গাজীপুর)
গাজীপুরের গাছা থানার কুনিয়া তারগাছ এলাকার ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব সাইফুল ইসলাম দুলাল ও তার ছোট ছেলে সাব্বির হোসেন রাজের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ৩৭নং ওয়ার্ড কাউন্সিলার সাইফুল ইসলাম দুলাল। গতকাল রোববার দুপুরে কুনিয়া তারগাছ এলাকায় তার নিজ কার্যালয় এই সংবাদ সম্মেলন করেন।
সাইফুল ইসলাম দুলাল লিখিত বক্তব্যে বলেন, গত ১৪ই মে শনিবার ২টি জাতীয় দৈনিক পত্রিকায় গাজীপুরে অস্ত্র হাতে কিশোর গ্যাংয়ের তান্ডব-২৪ ঘন্টা পরও অধরা, শিরোনামে প্রকাশিত সংবাদে আমাকে ও আমার ছেলেকে জড়িয়ে যেসব তথ্য প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ প্রনোদিত ভাবে, একটি কুচক্রী মহল আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করিবার লক্ষ্যে মিথ্যা তথ্য প্রকাশ করে।
সাব্বির উক্ত ঘটনার সাথে কখনই সম্পৃক্ত ছিলো না। আমাদের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত, একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করে জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আমার সুনাম নষ্ট করার জন্য বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমি এই মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে মিথ্যা তথ্য প্রদানকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আইন প্রয়োগকারী সংস্থার সুদৃষ্টি কামনা করছি।