কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের কালাইয়ে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে দুপুরে কালাই উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন এর আয়োজন উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় । এতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পরে সেখানে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কালাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও কালাই পৌর আওয়ামীলীগের আহ্বায়ক মো.হেলাল উদ্দীন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.মিনফুজুর রহমান মিলন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ফজলুর রহমান, কালাই পৌরসভার মেয়র মোছা.রাবেয়া সুলতানা প্রমূখ। এসময় উপজেলার ও ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, প্রতিটি মহৎ, শুভ ও কল্যাণকর অর্জনে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে জাতির পিতার স্বপ্নের সুখী-সমৃদ্ধ, উন্নত ও আধুনিক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। দেশের উন্নয়ন অগ্রগতি অব্যহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।