ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে পুকুরের পানিতে ডুবে মেহেদী হাসান(৭) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার নির্মিত পুকুরে এঘটনা ঘটে। নিহত শিশু শহরতলীর হামদহ মোল্লা পাড়ার আলী হোসেনের ছেলে ও আদর্শপাড়া কচাতলা মোড় সংলগ্ন নূরানি মাদ্রাসার ছাত্র ছিলো।
শিশুটি নিহতের ঘটনায় এলাকায় ও পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। এনিয়ে ওই পুকুরে তিনটি শিশুর মূত্যু হলো বলে স্থানীয়রা জানান। জানা গেছে বেলা আনুমানিক ১২ টার দিকে সহপাঠীদের সাথে পুকুরে নেমে গোসল আর জল খেলা করতে থাকে শিশুটি। বন্ধুদের সাথে খেলতে খেলতে একসময় সকলের অজান্তে মেহেদী হাসান পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়।
সেসময় তাকে খোজাখুজি শুরু হয়। হঠাৎ তাঁরা শিশুটিকে পুকুরের মাঝখানে পানির মধ্যে খাবি খেতে দেখে। শিশুটির ডাক চিৎকারের এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে। সে সময় শিশুটি অচেতন হয়ে পড়ে। পরবর্তীতে এলাকাবাসীর সহায়তায় ছেলেটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক এসে তাকে মৃত্যু ঘোষনা করেন। পানিতে ডুবে শিশু মূত্যুর বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা।