গ্লোবাল ইয়ুথ লিডারশিপ সামিট ২০২২-এ বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন। যেখানে দেশের সামাজিক এবং তরুণদের নিয়ে বিভিন্ন উন্নয়নমুলক কাজ করায় গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড ২০০২ এ ভূষিত করা হয়।
এসময় ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের সভাপতি মুনা চৌধুরী জানান, ” বাংলাদেশের তরূণদের সৃজনশীল-সংস্কৃতিমনা ও উদ্যোক্তা করার প্রচেষ্ঠা অব্যাহত রাখা হবে।”
আর ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ জানান, বাংলাদেশের সংস্কৃতির বিকাশ, তরুণ-তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, তাদের ক্ষমতায়ন, তারুণ্যকে সাথে নিয়ে আর্তমানবতার সেবা ও হতদরিদ্র মানুষদের স্বাবলম্বী করা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আজীবন কাজ করে যাবো।
এতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের সভাপতি মুনা চৌধুরীর এবং ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ।
গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের প্রেসিডেন্ট দিবাকর আরিয়াল সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে থাইল্যান্ডের শিক্ষা উপমন্ত্রী ডঃ কালায়া সফন পানিচ ও ইউনাইটেড পিস কিপার্স ফেডারেল কাউন্সিল -এর প্রেসিডেন্ট আফিনিতা চাইচানা উপস্থিত ছিলেন।
* তানজিদ ভূঁইয়া