চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক সংঘটক,মানবাধিকার কর্মী, চট্রগ্রাম দক্ষিণ এর জনপরিচিত ও সফল সাংবাদিক,শীর্ষ স্হানীয় দৈনিক আমাদের খবর পত্রিকার প্রকাশক ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক একুশের বাণী পত্রিকার চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি, জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ৭১বাংলা টিভির রিপোর্টার এবং ২০১৮ইং থেকে বিভিন্ন পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় সফলতার সাথে কাজ করা তরুণ্যের অহংকার সাংবাদিক মুহাম্মদ আনিচুর রহমান হানিফ গত ৬ই জুলাই চট্রগ্রাম শহর থেকে বাঁশখালীর উদ্দেশ্য যাত্রার পথে আনোয়ারা উপজেলার চেয়ারম্যান ঘাটা এলাকায় রাত আনুমানিক ৯টায় তার সাথে সিএনজিতে থাকা তিনজন ব্যাক্তি হঠাৎ গাড়ি থামিয়ে সাথে থাকা নগদ ৭৫ হাজার ৭০০টাকা মোবাইল মানিব্যাগ ও ক্যামেরা ছিনিয়ে নেয় এ সময় সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্য কয়েকটি চুরি চালায় পরে রক্তাক্ত অবস্হায় পালিয়ে মৃত্যু নিশ্চিত মনে করে ঘটনাস্থল ত্যাগ করেন।
তিনি বলেন আমার সাথে যে ঘটনা ঘটেছে এ ঘটনায় তীব্র নিন্দা জানাচ্ছি এবং সাংবাদিক নির্যাতন আইন বাস্তবায়ন ও দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবি করে বলেন, আনোয়ারা চেয়ারম্যান ঘাটা পেলে দক্ষিনে কালভার্ট এর উপর বাঁশখালী আনোয়ারা মেইন রোডে নির্জন এলাকায় হঠাৎ সামনে বসা একজন গাড়ি থামাতে বলেন সাথে সাথে ড্রাইভার গাড়ি ব্রেক করেন গাড়ী ব্রেক করা মাত্র আমার ডানে থাকা একজন লোক আমাকে শার্টের কালার ধরে গলা টিপে ধরে অপরজন নাক মুখ টিপে ধরে পেটে একটা টিপ চুরি ধরে বলে মোবাইল মানিব্যাগ দে সাথে সাথে সব দিয়ে আমি গাড়ি থেকে সাথে থাকা কলেজ ব্যাগটি নিয়ে নামতে চাইলে আমাকে দুইটি চুরিঘাত করে আমি দু একটি চিৎকার করি কিন্তু সাহায্যের জন্য কোন গাড়ি থামেনি। পরে আমাকে একটা ধাক্কা দিলে ব্যাগ নিয়ে মাটিতে পড়ে যাই আমি তখন ঐ ব্যক্তি নেমে আমাকে বুকে চুরি মারার চেষ্টা করলে আমি ডানে কাত হলে আমার হাতে প্রচুর চুরিঘাত হয় মুহুর্তে তিনি টান দিয়ে ব্যাগটি নিয়ে গাড়িতে বসে উঠে বসলে গাড়ি টান দেন।এমন অবস্হায় দীর্ঘ ৪০মিনিট রাস্তার পাশে পড়ে থাকি হঠাৎ একজন মিনি ট্রাক চালক আমাকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এ ঘটনার তীব্র নিন্দা জানান দেশের শীর্ষ স্হানীয় সাংবাদিক সংঘটন ও সাংবাদিকবৃন্দ।