মোঃ আনোয়ার হোসাইন, কুমিল্লা :
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুরে অধ্যক্ষ আবদুল মজিদ কলেজের প্রতিষ্ঠাতার মেয়ে ড. রোমিন তামান্নাই প্রথম বাংলাদেশী হিসেবে আমেরিকায় আইন বিষয়ে দ্য ডক্টর অব জুরিডিক্যাল সায়েন্স ডিগ্রি অর্জন করেন।তিনি টেক্সাস বার অ্যাসোসিয়েশনের অফিশিয়াল অ্যাটর্নি অ্যাট ল হিসেবে কর্মরত আছেন। রোমিন তামান্নার শৈশব কেটেছে কুমিল্লার মুরাদনগরে মা-বাবা দুজনই শিক্ষকতা করেন। তার বাবা নিজের নামে প্রতিষ্ঠা করেন অধ্যক্ষ আবদুল মজিদ কলেজ, আর হোমনায় রেহানা মজিদ কলেজটির প্রতিষ্ঠা করেন তার মা
, তিন বোনের মধ্যে দ্বিতীয়। মতিঝিল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাশ করেন, এসএসসিতে ঢাকা বোডে মানবিক বিভাগ থেকে মেধা তালিকায় দ্বিতীয়, ও এইচএসসিতে প্রথম হন, ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে, ২০০৭ সালে স্নাতক ও ২০০৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন,উভয় পরীক্ষায় প্রথমশ্রেণীতে প্রথম হয়েছিলেন, অসাধারণ ফলাফলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৩টি স্বর্ণপদক পেয়েছিলেন তিনি। রোমিন স্নাতকোত্তর শেষ করার পরপরই ব্রাক বিশ্ববিদ্যালয়ে আইনের শিক্ষক হিসেবে যোগদান করেন কিন্তু বছর না যেতেই সুযোগ ইউনিভার্সিটি অব শিকাগোতে ভর্তি হন স্কুল অব ল,তে। রোমিন বলেন,যুক্তরাষ্ট্রে শীর্ষ ৫টি ল কলেজের মধ্যে একটি। আমি ডক্টরেট ডিগ্রি অর্জন করার পরপরই টেক্সাস বার পরীক্ষায় অংশগ্রহণ করে সাফল্যের সাথে পাশ করেন এবং আইনজীবী হিসেবে টেক্সাস বারে নাম লিখান রোমিন,শপথ নিয়েছেন গেল অক্টোবর মাসে প্রথম সপ্তাহে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এছাড়া ২০১৩ সাল থেকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের একজন আইনজীবী হিসেবে ও তালিকাভুক্ত আছেন।