নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নুরাচোরা রোহিঙ্গা পাচারকরার সময় গণধোলাইয়ে গুরুতর আহত হয়ে মেডিকেলে ভর্তি আছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ৮ জুলাই বিকাল অনুমান ৪ ঘটিকায় স্বর্ণদ্বীপ চরে রোহিঙ্গা পাচার করার সময় একই পরিবারের ৪ সদস্য আহত হয়। আহতরা হলো ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে মোঃ নূরা উরফে নুড়াচুরা ও আপন চাচাতো ভাই নিজাম গুরুতর আহত হয়ে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অপর দুই ভাই কচি ও মোশারফ সাধারণ চিকিৎসা নিয়ে পলাতক রয়েছে।
স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এ ঘটনার সূত্রপাত ঘটায়, এলাকাবাসী আরো জানায় নুড়াচোরা সহ তার ভাইয়েরা একত্রিত হয়ে ভাষনচড় থেকে কিছু রোহিঙ্গা সুবর্ণচর এলাকায় পাচার করার সময় এলাকার লোকজন হাতে নাতে ধরে গনধোলায় দেয় পরে পালিয়ে যায়।
এদিকে ৪নং ওয়ার্ডের সমাজসেবক মুহাম্মদ সোলায়মান ওরফে বুদ্ধিন এর ছবি দিয়ে ফেসবুকের ফেক আইডিতে বিভিন্ন স্ট্যাটাস দেয়। বুদ্ধিনের সাথে কথা বলে জানা যায়, ভাষানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে ক্যাম্প থেকে প্রতিনিয়তই রোহিঙ্গা বিভিন্ন এলাকায় পাচার হচ্ছে এ বিষয়ে এলাকার ইউপি চেয়ারম্যান ও থানা পর্যায়ে বিষয়টি অবগত আছেন।
যারা এ ঘটনাটি ঘটিয়েছেন তারা এলাকায় মাদক ব্যবসায়ের সাথে সক্রিয়ভাবে জড়িত,মাদক এবং ডাকাতি মামলা তাদের বিরুদ্ধে থানায় একাধিক রয়েছে।
এ ব্যাপারে এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি কামনা করছি।