রংপুর প্রতিনিধিঃ মোঃ মাসুদ রানা
রংপুর মেট্রোপলিটন পুলিশের জুলাই/২০২২ সালের মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ সাব-ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন এস আই(নিঃ) গোলাম রব্বানী | শ্রেষ্ট এস আই এর ক্রেস্ট তুলে দেন রংপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার নূরে আলম মিনা বিপিএম(বার),পিপিএম |
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার মেহেদুল করিম, ডিসি ক্রাইম জনাব আবু মারুফ হোসাইনসহ আরো অনেকে | চৌকস এই পুলিশ কর্মকর্তা রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় ফলিয়া গ্রামের বাবা জালাল মিয়া ও মা ইনজিলা বেগমের ঘরে জন্মগ্রহণ করেন । ছোটবেলা থেকেই ডানপিটে ছিলেন গোলাম রব্বানী ।
সে শিক্ষা জীবনেও মেধাবীর স্বাক্ষর রেখেছেন । সে পীরগঞ্জ উপজেলার খালাশপীর উচ্চবিদ্যালয় হতে জিপিএ ৫.০০পেয়ে এসএসসি পাশ করেন এবং দিনাজপুর ক্যান্ট পাবলিক কলেজ হইতে জিপিএ ৫.০০ পেয়ে এইচএসসি পাশ করেন | পরবর্তীতে তিনি চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিমেল সাইয়েন্স বিশ্ববিদ্যালয় হইতে বিএসসি ও এমএসসি ১ম শ্রেণীতে পাশ করেন এরপর ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ এ যোগ দেন ।
বর্তমানে সে রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালী থানায় কর্মরত আছেন । তার এই অর্জন কর্মস্থলের সকল সহকর্মী, পরিবার পরিজনকে উৎসর্গ করে এসআই গোলাম রব্বানী বলেন, আগামীতে দেশের অপরাধ দমনে আরো ভালো কিছু যেন করতে পারী সেজন্য সকলের নিকট দোয়া কামনা করি ।