সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে কয়েকটি খাবার হোটেলে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ন প্রকার খাবার। এছাড়া খোলামেলা ভাবে রাখা হচ্ছে পরোটা, কাবাব, চিকেনচাপসহ বিভিন্ন প্রকার খাদ্য সমগ্রী।
কয়েকটি খাবার হোটেল বা রেস্টুরেন্টগুলোর বাইরের দৃশ্য চকচকে থাকলেও খাবার তৈরির জায়গা দেখলে সচেতন মানুষ আঁতকে উঠবেন।
অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার পরিবেশন করা হচ্ছে চাকচিক্য পরিবেশে। ১৩ আগষ্ট (শনিবার) সন্ধ্যা ৬টায় সীতাকুণ্ড পৌরসভার বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে ২৩ হাজার টাকা করেছে ভ্রাম্যমান আদালত।
এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাত হোসেন।
অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও নোংরা পরিবেশের জন্য আল-আমিন হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ১০ হাজার টাকা, সৌদিয়া হোটেলকে ৫ হাজার, রাজবাড়ী রেস্তোরাকে ৫ হাজার ও কলেজ রোডের ভাই-ভাই হোটেলকে ৩ হাজার টাকাসহ চারটি হোটেলকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
হোটেলের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাত হোসেন।