স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহ কালীগঞ্জে ছন্দা সিনেমা হলের নিচে ঢাকা ডেন্টাল কেয়ার নামে একটি দাঁতের চিকিৎসালয় গড়ে তুলেছেন কথিত বিডিএস ডিগ্রি দাবি করা ডাক্তার প্রিন্স। তিনি ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় ব্যাঙের ছাতার মতো গড়ে উঠা অবৈধ ডেন্টাল কেয়ারে বসে মোটা টাকার বিনিময়ে রুগী দেখছেন।
এছাড়া তানভীর নিজের বাড়ির আপন ছোট ভাই, বাবা সহ সবাইকে তার পরিচয়ে দাঁতের ডাক্তার বানিয়ে ফেলছেন। তবে তাদের দাঁতের চিকিৎসার বিষয়ে বিশেষ কোন ডিগ্রি নেই। ঢাকা ডেন্টাল কেয়ারের ডাক্তার তানভীরুল ইসলাম প্রিন্সের দাবি তিনি, রাজশাহীর একটি প্রাইভেট কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্থ্যাৎ নিজেকে bachelor of dental surgery. কোর্স সম্পূর্ণ করেছেন। অথচ তার কোন বিএমডিসি অর্থ্যাৎ Bangladesh Medical and Dental Council. নিবন্ধন নেই।
আর একারণেই তার বিডিএস ডিগ্রি নিয়ে স্থানীয় জনসাধারণের মাঝে কৌতুহল জন্ম নিয়েছে। ডাক্তার তানভীরুল ইসলাম প্রিন্সের Bmdc রেজিষ্ট্রেশনের বিষয়ে ঝিনাইদহ জেলা সিভিল সার্জন অফিসার কাছে জানতে চাইলে তিনি বলেন বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের অনুমতি ব্যাতীত কেউ ডাক্তারের চেম্বার খুলতে পারবেনা। বিএমডিসির রেজিস্ট্রার ভুক্ত হলে তার তথ্য অনলাইন পাওয়া যাবে যদি পাওয়া না যায় তাহলে সে ভূয়া ডাক্তার।
আমরা সঠিক তদন্ত করে দেখে তার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেবো। বিএমডিসির রেজিস্ট্রার বিষয়ে কথিত ডাক্তার তানভীর প্রিন্স বলেন, বিএমডিসি টাকার বিনিময়ে নিবন্ধন বিক্রি করে। আমি আবেদন করেছি তবে নেটে ১২ হাজারের পরে আর কারো নিবন্ধন নাম্বার ওপেন হচ্ছে না। আমার নিবন্ধন আবেদন বাসায় আছে। আমার যদি নিবন্ধন না থাকে তাহলে আমার জেল দিয়ে প্রতিষ্ঠান বন্ধ করে দিক। আর নাহলে আমার বেকারত্ব দূর করে দিক।