বাবুল মিয়া বাবলা::
সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর ও আলীনগরের অবৈধ বসতিতে বিদ্যুৎ- পানির লাইন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েক হাজার বাসিন্দা। অবরোধ কালে মহাসড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
সকাল সাড়ে ১১ টা থেকে তারা মহাসড়কে অবরোধ শুরু করে। অবরোধের ফলে মহাসড়কের প্রায় ৩০ হতে ৩৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন। অবরোধ চলাকালে আলীনগর,জঙ্গল সলিমপুর বাসিন্দাদের সাথে দফায দফায় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
বিকাল সাড়ে ৫টার পর পুলিশ ব্যাপক লাটিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করলে অবরোধকারীরা আলীনগরে পালিয়ে যায। এর আগে গ্রামবাসীর সাথে ব্যাপক পাথর নিক্ষেপের ঘটনা ঘটে। এরপর গ্রামবাসী পুলিশ মিলে ধাওয়া দিলে অবরোধকারীরা পালিয়ে যায়। বিকাল সাড়ে ৫টার পর যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারীদের দাবি, উচ্ছেদের আগে পুনর্বাসন সহ পানি-বিদ্যুতের সংযোগ দিতে হবে।
অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, সহকারী কমিশনার ভূমি আশরাফুল আলম, সহকারী পুলিশ কমিশনার (সীতাকুণ্ড সার্কেল), মডেল থানার ওসি আবুল কালাম আজাদ উপস্থিত হন।