বাবুল মিয়া বাবলা সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ড উপজেলার সামাজিক সংগঠন “মহসিন-ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন” এর ‘ক্লিন সীতাকুণ্ড’ কর্মসূচির আওতায় সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে (পর্যটন এলাকায়) পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বিডি ক্লিন এর সহায়তা ও এলবিয়ন গ্রুপের আর্থিক সহযোগিতায় এবং সীতাকুণ্ডের ৬টি সামাজিক ও মানবিক সংগঠন এবং বিচ কমিটির তত্ত্বাবধানে ২৭ আগস্ট বেলা ১১ঘটিকায় কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিষ্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম। ক্লিন সীতাকুণ্ড গড়ার প্রত্যয়ে গুলিয়াখালী বীচ পরিস্কার কার্যক্রমে ৪টি উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়।
সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সবাইকে শপথ বাক্য পাঠ করা হয়। এরপর বীচ এলাকায় প্রায় ৫শতাধিক ঝাউগাছ রোপন করা হয়। এমএফজেএফ এর প্রধান উপদেষ্টা রবি আজিয়াটা (বাংলাদেশ) লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আহমদ আরমান সিদ্দিকীর সভাপতিত্বে ক্লিন সীতাকুণ্ড কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুরাদপুর ইউপি চেয়ারম্যান ও বীচ কমিটির মেম্বার সেক্রেটারী রেজাউল করিম বাহার, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা নুরউদ্দিন রাশেদ, উপকুলীয় বন কর্মকর্তা কামাল হোসেন, সীতাকুণ্ড হেলথ এন্ড এডুকেশন ট্রাস্টের নির্বাহী পরিচালক লায়ন মোঃ গিয়াস উদ্দিনসহ উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।