গাইবান্ধা প্রতিনিধি:
সারের কৃত্রিক সংকট সৃষ্টি করে কৃষকদের হয়রানি বন্ধ, সারের সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসক, গাইবান্ধা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কৃষক সমিতি, গাইবান্ধা জেলা কমিটি।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের নিকট এ স্মারকলিপি পেশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষক সমিতি, গাইবান্ধা জেলা কমিটির সভাপতি সুভাষ শাহ রায়, সাধারণ সম্পাদক ছাদেকুল ইসলাম মাস্টার, জেলা কমিটির সদস্য ও সিপিবি’র সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেলসহ কৃষক সমিতি, গাইবান্ধা জেলা নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে গাইবান্ধায় ইউরিয়া, পটাশসহ সারের কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত টাকা কৃষকদের কাছ থেকে হাতিয়ে নেয়া হচ্ছে। ডিলারটা দিনের বেলা দোকান বন্ধ রাখছে। গভীর রাতে গোপনে বেশি দামে সার বিক্রি করছে। এতে আরো বলা হয়, সার তেলে অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে এমনিতেই কৃষক সংকটে আছে। তার উপর সারের এই কৃত্রিম সংকট কৃষককে মহাসংকটে ফেলে দিয়েছে। অবিলম্বে কৃষকের সার প্রাপ্তি নিশ্চিত করার দাবি করেন এবং সারের কৃত্রিম সংকট সৃষ্টিকারী ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।