এরশাদ আলী :: চট্টগ্রামের হাটহাজারী মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজারে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ০৪ সেপ্টেম্বর বিকাল ৩ টা’র দিকে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং তাৎক্ষণিক একজন ব্যবসায়ী’কে আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে পরিচালিত অভিযানের তথ্য পেয়ে অপর ব্যবসায়ীরা পালিয়ে যায়। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়ার্ড সদস্যের সহযোগিতায় অপর ব্যবসায়ীদের আটক করা হয়।
ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় আটককৃত মোঃ মিজান, পিতা-হারুনুর রশিদ, কে ৩০ হাজার টাকা; মো: জাহাঙ্গীর, পিতা- সিরাজুল হক কে ৩০ হাজার টাকা ও মো: রফিক, পিতা, আদু মিয়া, কে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
খাদ্যে ভেজালের বিষয়ে সবার সচেতন হওয়া জরুরি।এ ধরনের কোনরূপ ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিক আমাদের জানানোর অনুরোধ করছি। সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে উপজেলা প্রশাসন’কে সহযোগিতা করুন।