মো. সোহেল মিয়া (গাজীপুর) থেকে।
গাজীপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামে ১৭ ই সেপ্টেম্বর ২০২২ ইং রোজ শনিবার বিকেলে এম এ বারি শিক্ষা পরিবার ও কেয়ার এডুকেশনস এর উদ্যেগে কৃতি শিক্ষার্থী বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে মানবসেবা ও সমাজ সংস্কার বিশেষ অবদান রাখায় ৫টি সংগঠনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিশেষ সম্মাননা স্মারক প্রাপ্ত সংগঠন গুলো হলো, শেখ বোরহান উদ্দিন ফাউন্ডেশন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন, জাহাঙ্গীর আলম ব্লাড ফাউন্ডেশন, মানব কল্যাণ ফাউন্ডেশন এবং আহার।
কেয়ার এডুকেশনস্ গাজীপুর এর সভাপতি, এস এম হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন এর (সা.ব) মেয়র ও জাহাঙ্গীর আলম ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়াম্যান আলহাজ্ব এ্যাড. মো. জাহাঙ্গীর আলম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ।
জেলার শহীদ আহসান উল্লাহ মাষ্টার অডিটোরিয়ামে জমকালো এ আয়োজনে শেখ বোরহান উদ্দিন ফাউন্ডেশন এর প্রতিনিধি দলের কাছে সম্মাননা স্মারক তুলে দেন এম এ বারি শিক্ষা পরিবার ও কেয়ার এডুকেশনস্ কতৃপক্ষ।
শেখ বোরহান উদ্দিন ফাউন্ডেশন এর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন মন্ডল।
এ সময় ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা সদস্য কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব এস এম রহমত উল্লাহ ও শেখ মোঃ শফিকুজ্জান (শফিক) মাষ্টার এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু নাসের আহম্মেদ উজ্জ্বল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা মানবকল্যাণে ও সমাজ সংস্কারে বিশেষ অবদান রাখায় শেখ বোরহান উদ্দিন ফাউন্ডেশন এর ভুষয়ী প্রশংসা করেন।
বিশেষ সম্মাননা স্মারক পাওয়ায় শেখ বোরহান উদ্দিন ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রবাসী শেখ বোরহান উদ্দিন এ প্রতিবেদককে মোবাইল ফোনের মাধ্যমে জানান, ২০১৭ সাল থেকে এ সংগঠনের যাত্রা শুরু হয় অধ্যবদি পর্যন্ত সংগঠনটি সমাজের দুস্থ ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে, এই প্রথম সংগঠনটি একটি সম্মাননা এ্যাওয়ার্ড পেলো, যাদের সিলেকশনে এ সম্মাননা পেলাম তাদের প্রতি চির কৃতজ্ঞ, এবং সামনের দিন গুলোতে আরো ভালো কাজ করে যেতে চাই।