মুহাম্মদ আনিচুর রহমান ::
স্থগিত হওয়া বহুল আলোচিত চট্রগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে । সংঘাতবীহিন নির্বাচনে নৌকার প্রার্থী আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী বিজয়ী হয়েছেন।
এদিকে ভোট গ্রহনের পূর্বে হতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ফলে রেকর্ড সংখ্যক ভোটার উপস্থিতি ছিলো চোখে পডার মতো।
বুধবার (১২ অক্টোবর) সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। তবে ভোট গ্রহণকালে কোনো কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি।
এদিকে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহনে বাঁশখালী থানা পুলিশের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর ভুমিকা ছিলো দেখার প্রসংশনীয়। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১০টি কেন্দ্রে মোট ২৫ হাজার ৫৯০ জন ভোটার রয়েছে।
নির্বাচনে চেয়ারম্যান পদে মুজিবুল হক চৌধুরী (নৌকা) ও তিন স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে সাহেদা বেগম নুরী (চশমা), ফজলুল কাদের (আনারস) এবং মো. এরশাদুর রহমান (মোটরসাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
সংরক্ষিত মহিলা আসনে পদে ১, ২ ও ৩নং ওয়ার্ডে মোছাম্মৎ হিরা মনি, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে ফাতেমা, এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সোলতানা নারগিস হেলিকপ্টার প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সাধারণ সদস্য পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এদিকে ভোট গণনা শেষে আওয়ামীলীগ প্রার্থী মুজিবুল হক চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ৯৩১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ফজলুল কাদের আনারস প্রতীক নিয়ে ৫৬৬৭ ভোট, মোহাম্মদ এরশাদুর রহমান মোটরসাইকেল ১৩২ভোট, সাহেদা বেগম নূরী চশমা ৬৬ভোট পেয়েছেন।
নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং অফিসার ও চট্টগ্রামের পাঁচলাইশ থানা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা জানান, চাম্বল ইউনিয়নের নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে । ভোট গ্রহন চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মুজিবুল হক চৌধুরী বলেন, বাঁশখালীর ইতিহাসে স্বরণকালের এ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপুর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি জানান ভোটাররা মনের আনন্দে সরকারের উন্নয়ন ধরে রাখতে নৌকা প্রতীকে ভোট দিয়েছেন। শান্তিপূর্ণ ভোটে উন্নয়নের প্রতীক নৌকার বিজয় হয়েছে।
নির্বাহী ম্যাজিস্টেট ও বাঁশখালী সহকারী কমিশনার ভুমি খোন্দকার মাহমুদুল হাসান বলেন, সকাল থেকে চাম্বল ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি প্রতিটি কেন্দ্র কেন্দ্র গিয়ে পর্যবেক্ষণ করেছি। আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতায় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।