সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
“সীতাকুন্ড – পৌরসদরের জনগণের দীর্ঘদিনের চাওয়া একটি বাস টার্মিনাল, সে চাওয়ার পুরণ হতে চলছে এই বাস টার্মিনালের উদ্বোধনের মধ্য দিয়ে। যতদিন আমি বেঁচে থাকব, যতদিন এই সরকার থাকবে ততদিন আপনাদের কোন চাওয়াই অপূর্ণ থাকবে না ইনশালস্নাহ” কথাগুলো বললেন চট্টগ্রাম ৪ আসনের সাংসদ দিদারুল আলম।
তিনি ১৫ অক্টোবর (শনিবার) বিকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সীতাকুন্ড – পৌরসদরের উত্তর বাজারে বাস টার্মিনালের শুভ উদ্বোধন করেন। সীতাকুন্ড – উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও কাউন্সিলর শফিউল আলম মুরাদ এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম, সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সীতাকুণ্ড মডেল থানার নবাগত ওসি তোফায়েল আহমেদ, মফিজুর রহমান, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সামাদ, পৌরসদর ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সহ – প্রমুখ।
দিদারুল আলম এমপি আরো বলেন, এর আগে সীতাকুন্ড – চট্টগ্রাম যাতায়াতে রূপসী সীতাকুন্ড – নামে মিনি বাসের উদ্বোধন করা হয়েছিল। সেই বাসগুলি জনসাধারণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখছে। যত্রতত্র বাসের পার্কিং যানজটের সৃষ্টি হয়, তাই যানজট নিরসনে এই টার্মিনাল বিশেষ ভুমিকা রাখবে, এতে অত্র এলাকার মানুষের যাতায়াতের দূর্ভোগ আর থাকবে না।
বক্তারা বলেন, আজকের দিনটি সীতাকুণ্ডে ‘র ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই জন্যে যে বাস টার্মিনাল উদ্বোধনের মধ্য দিয়ে পৌরসদরের নিত্যদিনের যানজট নিরসন হবে। এই জন্য মাননীয় এমপি, পৌর মেয়র ও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। এই টার্মিনালে বাসের পাশাপাশি সিএনজি টেক্সিও থাকবে এতে রাস্তার উপর চাপ কমবে। যদি বাস, টেক্সি ও কার, মাক্রোবাসের চালকেরা যথাযথ নির্দেশনা মানেন তা হলে এখানে আর কোন যানজটের সৃষ্টি হবে না।