চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন এর সফিনগর গ্রামে গাউছিয়া খাইরিয়া দরবার শরীফ প্রাঙ্গণে প্রখ্যাত অলিয়ে কামেল পীরে তরিকত মুর্শিদে বরহক সুলতান উল আউলিয়া হযরত শাহ্ সুফি খাইরুজ্জামান শাহ্ মাইজভান্ডারী (রঃ) এর পিতা হযরত শাহ্ সুফি ধন মিয়া শাহ্ (রঃ) ৬৬ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে এক আজিমুশশান নূরানী মাহফিল ১৩ ই (অক্টোবর) বাদ মাগরিব হইতে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা হাফেজ ক্বারী আবুল কালাম মাইজভান্ডারী, প্রধান হাফেজ উম্মুল আশেকিন মনোয়ারা বেগম হাফেজ ও এতিমখানা মাইজভান্ডার দরবার শরীফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা সৈয়দ মোহাম্মদ হাবিবুল্লাহ চিশতি (ম.জি.আ.), চেয়ারম্যান চিশতিয়া তরিকত মিশন বাংলাদেশ,খতিব পূর্বধলই সেকান্দর পাড়া শাহী জামে মসজিদ।
আঞ্জুমানে মুহিব্বানে হযরত ধনমিয়া শাহ্ ও হযরত খাইরুজ্জামান মাইজভান্ডারী (রঃ) এর ব্যবস্হাপনায় আরো বক্তব্য রাখেন মাওলানা হাসানুল করিম চৌধুরী (ম.জি.আ.) খতিব,হযরত শাহ্ মনোহর (রঃ)শাহী জামে মসজিদ, মাওলানা ইউসুফ জালালী, পেশ ইমাম হযরত শাহ্ মনোহর (রঃ) পুরাতন শাহী জামে মসজিদ। দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, হযরত খাইরুজ্জামান শাহ্ মাইজভান্ডারী (রঃ) ছোট শাহজাদা নিজামুদ্দিন শাহ্ মাইজভান্ডারী।