মোহাম্মদ এরশাদ আলী, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার নিষিদ্ধ ঘেরা জাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৩১ অক্টোবর ) রাত ৯টা হতে ১১টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে চালানো অভিযানটি গড়দুয়ারা ইউনিয়নের নয়াহাট থেকে শুরু করে নাঙ্গলমোড়া বাজার পর্যন্ত চালানো হয়।
অভিযানে ০৯ টি ঘেরাজাল আনুমানিক ৫,০০০ মিটার ও ০১ টি জাল বসানোর নৌকা জব্দ করা হয়। জব্দকৃত জাল নিকটবর্তী সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্যের জিম্মায় রয়েছে। গড়দুয়ারার ইউপি সদস্য ইস্কান্দারের নিকট ১ টি জাল ও ১ টি নৌকা, ছিপাতলী ইউপি সদস্য বেলাল আহমেদের নিকট ০৭ টি জাল ও নাঙ্গলমোড়া ইউপি চেয়ারম্যানের নিকট ০১ টি জাল রয়েছে।
মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম দৈনিক একুশের বাণীকে বলেন, নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়েছে।
যদি সবাই সচেতন হয় তাহলে আশা করা যাচ্ছে এসব জালের ব্যবহার শূন্যের কোটায় নেমে আসবে। যা মা মাছ ও ডলফিনের জন্য অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলতে পারে।
প্রসঙ্গত, হালদা বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র। এর সুরক্ষায় সরকার নদীটিকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করেছেন।
তবে কিছু অসাধু চক্র হালদা নদী থেকে মা মাছ শিকার, বালু উত্তোলন ও হালদার স্বাভাবিক জীববৈচিত্র্য বিনষ্ট হয় এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। হালদায় মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।