ঝালকাঠি প্রতিনিধি॥
জাতীয় দৈনিক জনতা’র প্রকাশক ও সম্পাদক শিল্পপতি সৈয়দ আনোয়ার হোসেন স্মরণে ঝলকাঠিতে জাপা’র স্মরণ সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কোর্ট রোডস্থ জেলা জাপার কার্যালয়ে শহর শাখার সভাপতি একেএম বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাপার সভাপতি বীর মুক্তি যোদ্ধা এ্যাড. মো: আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক জেলা সভাপতি মো: বজলুর রহমান, সহ-সভাপতি মো: আনোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক এ্যাড. আ: আলীম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: ইউনুস হাওলাদার, জেলা শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক আবুল বাসার আদু প্রমুখ। বক্তারা শিল্পপতি সৈয়দ আনোয়ার হোসেনের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার বর্ণাঢ্য কর্ম জীবনের উপর আলোকপাত করেন। স্মরন সভা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।