বিশিষ্ট শিক্ষাবিদ, পুরস্কারপ্রাপ্ত লেখক-গবেষক, সীতাকুণ্ড লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিমুল বড়ুয়া বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) -এর কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সংগঠনটির ১০ ম জাতীয় সম্মেলনে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে তিনি এ পদে নির্বাচিত হন। গত ১১ নভেম্বর রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সভাপতি ও বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
সভাপতিত্ব করেন অধ্যাপক ড. নুর মোহাম্মদ তালুকদার। এতে সারাদেশ থেকে আসা সমিতির শিক্ষক নেতারা অংশ নেন। সম্মেলনে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ৮৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, বাকবিশিস’র নবনির্বাচিত প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ শিমুল বড়ুয়ার জন্ম ১৮ জানুয়ারী ১৯৬৬, উত্তর গুজরা, রাউজান, চট্টগামের এক সম্ভ্রান্ত পরিবারে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্সসহ এমএসএস ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি দেশে বিদেশে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
অধ্যাপনার পাশাপাশি তিনি একজন গবেষক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। ইতোমধ্যে তাঁর ডজন খানেকের বেশি বই প্রকাশিত হয়েছে। লেখালেখি ও গবেষণার স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অনেক পুরস্কার ও সম্মাননা।
তার মধ্যে উল্লেখযোগ্য : ‘বাংলার বৌদ্ধ ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতি’ গ্রন্থের জন্য জাতীয় পর্যায়ে ‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১২’, ‘রবীন্দ্রজীবনে ও সাহিত্যে চট্টগ্রাম’ গ্রন্থের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠাপোষকতায় যশোর জেলা প্রশাসন প্রবর্তিত ‘মহাকবি মধুসূদন পদক ২০১৮’।