মুহাম্মদ আনিচুর রহমান হানিফ
চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০০ শত পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আরিফ নামের এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।
গত ১৮ নভেম্বর ৫.৪৫ মিঃ সময় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দীনের নিদের্শনক্রমে গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা পুলিশের মং থোয়াই হ্লা চাক্ সঙ্গীয় একটি টিম উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে পাকা রাস্তাস্থ প্রধান সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে হাতে নাতে ৮০০ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এই মাদক কারবারিকে আটক করেছে বাঁশখালী থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত মাদক কারবারি কক্সবাজার জেলার মালমুঘাট তুলহাজারা ইউনিয়নের ২ নং ওয়ার্ড পূর্ব ডোমখালী এলাকার মোঃ সেলিমের পুত্র মোঃ আরিফ (৩০)।
এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দীন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ১৮ নভেম্বর বিকালের দিকে অভিযান পরিচালনা করে ৮০০ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।
ধৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু পূর্বক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।