বিশ্বভরা প্রাণ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ২৭ নভেম্বর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে জমকালো আয়োজনের মাধ্যমে পালিত হবে।
চট্টগ্রাম সম্মেলনের প্রথমার্ধে আয়োজন করা হয়েছে শুদ্ধ উচ্চারণের উপর কর্মশালার। এতে ১৭ বছরের উর্ধ্বে চট্টগ্রামে বসবাসরত আগ্রহীদের পোস্টারে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার আহবান করা যাচ্ছে।
কর্মশালার সমন্বয় করছেন, আবৃত্তিশিল্পী ও মুক্তধ্বনি আবৃত্তি সংগঠনের সভাপতি, বিশ্বভরা প্রাণ, বাংলাদেশ জাতীয় কমিটির সভাপতি মন্ডলির সদস্য মোঃ মসরুর হোসেন, আবৃত্তিশিল্পী ও স্বদেশ আবৃত্তি সংগঠনের সভাপতি, বিশ্বভরা প্রাণ, বাংলাদেশ জাতীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সাংবাদিক ও বিশ্বভরা প্রাণ, চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক, কেফায়েত উল্ল্যাহ কায়সার।
অনুষ্ঠানের শেষে থাকবে সাংস্কৃতিক পোগ্রাম।