বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় সমিতি (বাকবিশিস), চট্টগ্রাম জেলার সাবেক সহসভাপতি এবং ফটিকছড়ি ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অমর বিকাশ নন্দী গত মঙ্গলবার সকাল সাতটায় চট্টগ্রামের স্থানীয় একটি ক্লিনিকে পরলোকগমন করেন।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগের জটিলতায় ভুগছিলেন। ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার জুজখোলা গ্রামে নিজ বাড়িতে তার শেষকৃত্যের আয়োজন করা হয়েছে।
এদিকে, শিক্ষক নেতা ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক অমর বিকাশ নন্দীর মৃত্যুতে বাকবিশিস গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় কমিটি, চট্টগ্রাম জেলা কমিটি, বিভাগীয় কমিটি ও মহানগর কমিটি এক যুক্ত বিবৃতিতে এ শোক জানায়।
বিবৃতিদাতারা হলেন: বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সভাপতি সভাপতি প্রফেসর ড. নুর মোহাম্মদ তালুকদার, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, চট্টগ্রাম জেলা, মহানগর ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে অধ্যক্ষ মো. নুরুল আফছার, অধ্যাপক ভবরঞ্জন বণিক, অধ্যাপক তড়িৎ ভট্টাচার্য, উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, অধ্যক্ষ আলম আকতার, অধ্যাপক অসীম চক্রবর্তী, শিক্ষক নেতা প্রফেসর রনজিৎ কুমার দে, প্রফেসর ড. গণেশ রায়, অধ্যক্ষ মো. আব্দুল আহাদ, অধ্যাপক অশ্রুবিজয নন্দী, অধ্যাপক উত্তম চৌধুরী, অধ্যাপক কানাই দাশ, অধ্যাপক অশোক সাহা, অধ্যক্ষ আবুল মনসুর মো. হাবিব, অধ্যাপক সমীর তালুকদার, অধ্যাপক অজিত দাশ, অধ্যক্ষ সুধীর চক্রবর্তী, উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া, অধ্যাপক সাইফুদ্দিন মো. মোরশেদ, অধ্যাপক মো. শহীদুল্লাহ, অধ্যাপক মো. মেহেদী হাসান প্রমুখ।
বিবৃতিতে উল্লেখ করা হয় বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক অমর বিকাশ নন্দী একটি শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে স্বীয় আদর্শে অটল থেকে আজীবন বিজ্ঞান ভিত্তিক, সেক্যুলার ও অসাম্প্রদায়িক শিক্ষার আন্দোলনে সম্পৃক্ত ছিলেন।