google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
google.com, pub-4295537314387688, DIRECT, f08c47fec0942fa0
এইচ এম সাগর, সাভার প্রতিনিধি :
সাভারের আশুলিয়ায় অগ্নিকান্ডে তাজরীন ফ্যাশনের শতাধিক নিহত শ্রমিকদের স্মরনে পুড়ে যাওয়া ভবনের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠন, শ্রমিক ও নিহতের স্বজনরা।
এসময় বিভিন্ন দাবিতে শ্রমিক সংগঠনগুলো মানববন্ধন কর্মসূচীও পালন করেন। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকাল ৮টা থেকে পুড়ে যাওয়া তাজরীন গার্মেন্টসের প্রধান ফটকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
একের পর এক ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এসে তাজরীন ট্রাজেডিতে পরাজিত শ্রমিকদের স্মরণে শ্রদ্ধা জানাচ্ছেন।
শ্রদ্ধা জানাতে আসা বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, আমাদের শ্লোগান ছিল ‘মৃতদের স্মরণ করো, জীবিতদের জন্য লড়াই করো’। দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণ আইন বদল এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন চাই।
এসব দাবি নিয়ে আমরা ১০ দিন ধরে বিভিন্ন কর্মসূচী পালন করেছি। তিনি বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর গার্মেন্টস কারখানার ইতিহাসে একটি স্মরণীয় ট্রাজেডির দিন। ১০ বছর পার হলেও শাস্তি হয়নি তাজরীনের দোষী মালিক দেলোয়ার হোসেনসহ অন্যান্যদের।
উল্লেখযোগ্য কোনো বদল হয়নি ক্ষতিপূরণ আইনের। ক্ষতিগ্রস্তদের হয়নি যথাযথ পুনর্বাসন। প্রসঙ্গত, আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ২০১২ সালের ২৪ নভেম্বর প্রাণ হারান ১১৪ জন শ্রমিক। আহত হন আরও প্রায় দুই শতাধিক। প্রায় প্রতিবছর নিহতদের স্মরণে শ্রদ্ধাসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়
Comments
comments