স্টাফ রিপোর্টার
যশোর শহরের টিভি ক্লিনিক এলাকায় রনির সাথে ২৪ নভেম্বর প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যারা গিয়েছিল তাদেরকে পৌর কাউন্সিলর নয়ন হুমকি দেয়। এছাড়া শনিবার (২৬ নভেম্বর) দুপুরে তাদের উপর নয়ন বাহিনী ব্যাপক তান্ডব চালিয়ে হামলা করেছে বলে অভিযোগ করেন এলাকাবাসি।
এলাকাবাসির অভিযোগ করে বলেন, প্রধানমন্ত্রীর জনসভায় হিটার নয়নের সাথে না যেয়ে সাবেক ছাত্রলীগনেতা রনির সাথে যায়। এতেই ক্ষিপ্ত হয় নয়ন। আজ দুপুরে শহরে টিভি ক্লিনিক মোড়ে দুইপক্ষের হাতাহাতি হয়। এই সময় খবর পেয়ে রনি ঘনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
যশোর পৌরসভার কাউন্সিলর নয়ন ওরফে হিটার নয়ন সদলবলে রনির অনুসারীদের উপর চড়াও হয়। দুপুরে সে ও মাসুদ, অমিত, সুমন, জীবন, অন্তর, পান্নালালসহ অন্তত ২০/২৫ জন চিহ্নিত সন্ত্রাসী ঐ মহড়ায় অংশ নেয়।
এতে আহত হয় টিবি ক্লিনিক এলাকার নজরুলের ছেলে জসিম, জয়নালের ছেলে শহিদুল, শহিদুলের স্ত্রী স্মৃতি, আনজু হুজুরের ছেলে শরিফুলসহ অনেকে।
এখানেই ক্ষান্ত হয়নি। এলাকাবাসি অভিযোগ করেন, রনি ও তাদের অনুসারিদের মারার জন্য বিভিন্ন হুমকি দিচ্ছে। এতে রনির নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে পড়ে। এই আতঙ্ক ছড়ায় শঙ্করপুর ও রেলরোড টিবি ক্লিনিক মোড় এলাকায়। তবে রাত ৭টা পর্যন্ত হামলা হয়নি বলে এলাকাবাসী জানায়। এদিন হামলার পর উল্টো, নয়ন তার উপরে হামলার প্রতিবাদে শংকরপুর টার্মিনালে যেয়ে শ্রমিকদের গাড়ি বন্ধ করতে বাধ্য করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাভিক করে। এসময় রনি ও তার অনুসারিদের মেরে ফেলার হুমকি ও অকথ্যভাষায় গালিগালাজ করে নয়ন ও তার অনুসারীরা।
এসময় যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে অতিরিক্ত পুলিশ সুপার বেল্লাল হোসাইন ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকারসহ পুলিশের একটি টিম উপস্থিত হয়ে পরিস্থিতি িনিয়ন্ত্রণে আনেন।
এর আগে ২০২১ জুলাই মাসে যশোরে চাঁদা দাবিতে হোটেল মালিকের বাড়িতে তালা দেয় হিটার নয়ন বাহিনী। তখন পুলিশ তালা খুলে দিলেও জড়িতদের কিছুই বলেনি।
এসব বিষয়ে কাউন্সিলর শেখ শাহেদ হোসেন নয়ন বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে টিবি ক্লিনিক মোড়ের মাদক ব্যবসায়ীদের উৎখাত করতে গেলে মাদক ব্যবসায়ীরা আমার উপর চড়াও হয়। আজকে আমি ও আমার সাথে থাকা একজন শ্রমিককে লাঞ্চিত করে। আমার দুইজন লোককে হামলা করে আহত করেছে, তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তবে পুলিশ বলছেন, ঘটনা মাদক অভিযান কেন্দ্রিক নয়; প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে।
এবিষয়ে যশোর কোতয়ালী থানার এসআই তাপস বলেন, বিকালে শহরের শংকরপুর এলাকায় গাড়ি চলাচলে প্রতিবন্ধগতা সৃষ্ঠি করছিল। এসময় আমি যেয়ে তাদের সাথে কথা বলে গাড়ি চলাচল স্বাভাবিক করি।