মো: শিপন মিয়া ঝিনাইদহ :
ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন উমেদপুর ইউনিয়নের দুই ইউপি সদস্যের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গত ১৪ নভেম্বর ২০২২ তারিখ উভয়পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে কফিল মেম্বারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মান্নান মেম্বারের লোকজনের উপর হামলা চালিয়ে সাইদ হোসেন নামের এক যুবককে এলোপাথারীভাবে শরীরের বিভিন্নস্থানে আঘাত করে হত্যা করে। এ বিষয়ে গত ১৭ নভেম্বর ২০২২ তারিখ ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় ভিকটিমের ভাই মোঃ রফিজ বিশ্বাস বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। ঘটনাটি বিভিন্ন মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল উক্ত হত্যা মামলার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় অদ্য ২৭ নভেম্বর ২০২২ তারিখ র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, চাঞ্চল্যকর সাঈদ হত্যা মামলার পলাতক আসামীরা ঝিনাইদহ জেলার সদর থানা এলাকায় এবং মাগুরা জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে আভিযানিক দলটি একই তারিখ ০১.৩০ ঘটিকার সময় মাগুরা জেলার সদর থানাধীন বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যা মামলার মুলহোতা ১। হানিফ মন্ডল(৪৩) ও তার সহযোগী ২। রিয়াজ মন্ডল(২৩) উভয় থানা-শৈলকুপা, জেলা- ঝিনাইদহদ্বয়কে গ্রেফতার করে এবং একই তারিখ ০১.৫০ ঘটিকার সময় র্যাবের পৃথক একটি অভিযানে ঝিনাইদহ জেলার সদর থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে আসামী-৩। রুহুল মোল্লা(৪৫), ৪। ইন্তাজ বিশ্বাস(৪০), ৫। হৃদয় বিশ্বাস(২৫), ৬। ঝন্টু বিশ্বাস(৪৮), ৭। শামীম বিশ্বাস(২৭), ৮। হাফিজ বিশ্বাস(৪০), ৯। গিয়াস বিশ্বাস(৫৫), ১০। হাসান শেখ(৪৮), ১১। সাইদুল বিশ্বাস(৫০), ১২। আমিরুল বিশ্বাস(৪৫), ১৩। পলাশ বিশ্বাস(৩৫), ১৪। এলাহী বিশ্বাস(৫০), ১৫। আজিবার মন্ডল(৫১), ১৬। রাজ্জাক মন্ডল(৪০), ১৭। আনোয়ার বকস(৪২), ১৮। ইমদাদ মন্ডল(৪৫), ১৯। এনামুল মন্ডল(৩৮), ২০। সোহেল মন্ডল(২৮), ২১। ইদ্রিস মন্ডল(৫৫), ও ২২। সুলতান বকস((২০), সর্বথানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত হত্যাকান্ডের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।
Like this:
Like Loading...
Related
Comments
comments