কামরুল সবুজ
ফটিকছড়ি “কোন শিশু’ই শিক্ষার বাইরে থাকবে না” এ প্রতিপাদ্য নিয়ে ফটিকছড়ির বাগানবাজারের ৪টি বিদ্যালয়ের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা অনুদান হিসেবে আর্থিক অনুদান ও সনদ বিতরণ করেছে সাজেদা আনোয়ার ফাউন্ডেশন।
২৮ নভেম্বর (সোমবার) বেলা ১২ টায় চিকনছড়া উচ্চ বিদ্যালয়ে এ বৃত্তি প্রদান করা হয়। এসময় ওই বিদ্যালয় সহ বাগানবাজার উচ্চ বিদ্যালয়, রসুলপুর উচ্চ বিদ্যালয় ও গজারিয়া জেবুন্নেছা পাড়া উচ্চ বিদ্যালয়ের সর্বমোট ৮৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে বৃত্তি প্রদান করা হয়।
চিকনছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কান্তি বড়ুয়ার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগানবাজার ইউপির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সাজু। প্রধান আলোচক ছিলেন- সাজেদা আনোয়ার ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা পরিচালক যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইমামুদ্দিন নুরী, গজারিয়া জেবুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মমিন মজুমদার, রসুলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল মালেক সহ বিদ্যালয় গুলোর শিক্ষক-শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্তরা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।