ইব্রাহিম হোসেনঃ
কাতারে অনুষ্ঠিত ২০২২ ফিফা বিশ্বকাপ উপলক্ষে রাজধানী মোহাম্মদপুর টাউন হলের ঝাল মুড়ি বিক্রেতা মোহাম্মদ জাবেদ তার নিজ অর্থায়নে একলক্ষ চল্লিশ হাজার টাকা খরচ করে ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে চার শতাধিক ব্রাজিলের জার্সি বিতরণ করেছে।
বুধবার (৩০ নভেম্বর) রাজধানী মোহাম্মদপুরে বিভিন্ন এলাকায় এ ব্রাজিলের জার্সি বিতরণ করেন। এসময় ব্রাজিল ফুটবল দলের সমর্থকরা ব্রাজিলের জার্সি পেয়ে উল্লাস প্রকাশ করে এবং ব্রাজিলের জার্সি পরে খেলা দেখবে বলে জানান। ফুটবল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে মোহাম্মদ জাবেদ বলেন, ছোটবেলা থেকেই আমি ব্রাজিল ফুটবল দলের অনেক বড় একজন ভক্ত। ব্রাজিল ফুটবল টিমকে আমি অনেক ভালোবাসি। আমার সব আয়োজন তাই ব্রাজিল দলকে ঘিরেই। এ কারণে আমি প্রতি মাসে কিছু কিছু টাকা জমিয়ে রেখে ব্রাজিলের সমর্থককে ফ্রিতে জার্সি দিয়েছি।
মোহাম্মদ জাবেদ আরো বলেন, কাতারে ফিফা বিশ্বকাপ ফুটবল খেলায় ব্রাজিল চ্যাম্পিয়ন হলে গরু জবাই করে মোহাম্মদপুর ব্রাজিলের সমর্থকদের খাওয়া-দাওয়া করাবো।