মুহাম্মদ আনিচুর রহমানঃ
চট্টগ্রাম দক্ষিনাঞ্চলের বিভিন্ন উপজেলায় অপরাধীর সাথে জড়িত গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী কুখ্যাত ডাকাত এবং এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী মোহাম্মদ জাহাঙ্গীর (৩৬) কে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের পাইরাং ৮ নং ওয়ার্ডের ফজলুল কাদেরের ছেলে।
বুধবার রাত সাড়ে ৯ টার সময় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) কামাল উদ্দিনের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী সুমন চন্দ্র বনিক সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় চট্টগ্রাম জেলার দক্ষিনাঞ্চল সহ কুখ্যাত আন্তঃজেলার ডাকাত, ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত আসামী এবং এলাকার কুখ্যাত সন্ত্রাসী মোঃ জাহাঙ্গীর (৩৬)কে বাঁশখালী থানাধীন আসামীর বসতঘরে গ্রেফতারী পরোয়ানা মূলে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে আসামীকে জিজ্ঞাসাবাদে তার বসতঘরের শয়নকক্ষের খাটের নিচ থেকে তাহার দেখানো ও সনাক্ত মতে ০২ টি দেশীয় তৈরি এলজি, ০২ রাউন্ড কার্তুজ, ০২টি লম্বা ধারালো কিরিচ উদ্ধার করা হয়।
আসামীর বিরুদ্ধে বাঁশখালী থানার মামলা নং- ১৯(০৬) ১৯, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড, সিলেট জেলার গোলাপগঞ্জ থানার জিআর নং-১২৩/১৪, ধারা- ৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড, বাঁশখালী থানার মামলা – ২২ (৫) ২০ ধারা-৩৭/৩২৪/৩২৩/৪৪৮ পেনাল কোড তৎসহ নারী ও শিশু নিঃ আইনের ৯(৪) (খ)/৩০ ধারা এবং বাঁশখালী থানার মামলা নং- ১৬ (১২) ১৭, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩০৭/৩৭৯/৫০৬/৩৪ পেনাল কোড মামলা সমূহ বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
জানা যায় গ্রেফতারকৃত আসামি জাহাঙ্গীর তার বসতভিটা ও রাস্তাসহ বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসিয়ে তার নিরপত্তা জোরদার সহ পুলিশ বাড়িতে যাচ্ছে কিনা তা নিশ্চিত হতো। এ আগেও কিছুদিন আগে তিনি সিসি ক্যামেরায় পুলিশ আসতে দেখে পালিয়ে যায়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন গণমাধ্যমকে জানান, বাঁশখালী থানার দুর্ধর্ষ সন্ত্রাসী, কুখ্যাত ডাকাত বেশ কয়েকটি মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী জাহাঙ্গীর সহ সকল আসামীদের গ্রেফতার করে আইনে সোপর্দ করার জন্য বাঁশখালী থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে পলাতক আসামী আন্তজেলা ডাকাত জাহাঙ্গিরকে গ্রেফতার করে নিয়মানুযায়ী জেলহাজতে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান, কোন অপরাধীদের ব্যাপারে বিন্দুমাত্র কোন আপোষ নেই। বাঁশখালীকে মাদক ও সন্ত্রাসমুক্ত রাখতে সকল অপরাধীদের গ্রেফতার করে আইনে সোপন করতে বাঁশখালী থানা পুলিশ সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে সার্বক্ষনিক কাজ করে যাবে বলেও জানান তিনি।