কামরুল সবুজ ::
ফটিকছড়ি ফটিকছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে মিছিল, বিক্ষোভ ও পথসভা করেছে অটোরিকশা শ্রমিকেরা।
বুধবার সকালে ফটিকছড়ি সদর বিবিরহাট বাস স্টেশনে চালক-মালিকরা যুক্ত হয়ে মিছিল সহকারে উপজেলা কার্যালয়ের মাঠে অবস্থান কর্মসূচী পালন করে। পরে চালক-মালিকদের কয়েকজনকে নিয়ে বৈঠক করেন উপজেলা নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি।
এসময় উপজেলা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ আবু তৈয়ব, ভাইস চেয়ারম্যান জেবুন নাহার, ছালামত উল্লাহ চৌধুরী শাহিন, সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম, ফটিকছড়ি থানার ওসি (ভারপ্রাপ্ত) কাজি মাসুদ ইবনে আনোয়ার, প্রেসক্লাব সভাপতি সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশী বৈঠকে অংশ নেন।
বৈঠকে পরিবহন শ্রমিকরা ব্যাটারীচালিত অটোরিকশা সরকারিভাবে অবৈধ মেনে নিয়ে অটোরিকশা বন্ধে দুইবছর সময় দাবী করেন। এসময় তারা বলেন, অটোরিকশা চালকরা গরিব ও অসহায়। অনেকে বিভিন্ন এনজিও থেকে ঋন নিয়ে অটোরিকশা কিনেছেন। তা চালিয়ে তাদের সংসার চলে। তাই মানবতার দিক বিবেচনা করে দুইবছর সময় চান তারা।
পরে ইউএনও সানি ফটিকছড়ির সাংসদ আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারির সাথে মুঠোফোনে কথা কথা বলেন। এসময় তিনি (এমপি) উপস্থিত চালক-মালিকদের সাথে কথা বলে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত অটোরিকশা চালাতে ঘোষনা দেন। তিনি ১৬ ডিসেম্বর এসে তাদের সাথে আলাপ করবেন বলে জানান। বৈঠক শেষে আন্দোলনরত শ্রমিকদের সাথে মাঠে এসে এমপির সিদ্ধান্ত জানান ইউএনও সাব্বির রাহমান সানি ও উপজেলা চেয়ারম্যান আবু তৈয়ব।
তারা বলেন, অটোরিকশা সারাদেশে অবৈধ। ঝুঁকিপূর্ণ এই ব্যাটারীচালিত অটোরিকশা বন্ধ করে দিতে হবে। তবে আপনাদের দিক বিবেচনা করে একটা নির্ধারিত সময় করে দেয়া হবে। সময়ের মধ্যে বন্ধ করতে হবে। পরে শ্রমিকেরা প্রশাসনের সিদ্ধান্ত মেনে নিয়ে আন্দোলনস্থল ত্যাগ করেন।