চট্টগ্রামে শেখ হাসিনার আগমনে উৎসবমুখর পরিবেশ
মোহাম্মদ এরশাদ আলী, হাটহাজারী (চট্টগ্রাম):
আজ টানা তৃতীয় দিনের মত বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য মো. রাশেদুল ইসলাম রাসেলের উদ্যোগে চট্টগ্রাম-৫ হাটহাজারীর ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং চট্টগ্রাম মহানগরের ১নং দক্ষিণ পাহাড়তলী, ২নং জালালাবাদ ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ও জননেত্রী শেখ হাসিনার অবদান তুলে ধরা হয়, মাইকিং লিফলেট বিতরণ সহ অন্যন্য মাধ্যমে প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র লীগ, হাটহাজারী উপজেলা ছাত্র লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
১লা ডিসেম্বর বৃহস্পতিবার হাটহাজারীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ সহ নানা কর্মসূচি পালন করেন তিনি।
এ বিষয়ে তরুণ এই আওয়ামী লীগ নেতা বলেন, “বর্তমান আওয়ামী সরকারের আমলে চট্টগ্রাম ও বৃহত্তম চট্টগ্রামকে ঘিরে ১ লাখ কোটি টাকারও বেশি উন্নয়ন মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়েছে যা পরিপূর্ণভাবে বাস্তবায়ন হলে পাল্টে যাবে দেশের সামগ্রিক অর্থনীতির চালচিত্র।
এই সকল প্রকল্প বাস্তবায়ন হলে তার ইতিবাচক প্রভাবে শুধু এই অঞ্চলের জনগণই লাভবান হবে না, বরং এর প্রভাব পড়বে পুরো দেশ।
বর্তমান সরকার ইতোমধ্যে চট্টগ্রামকে কার্যকর একটি বাণিজ্যিক নগরী তথা বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তুলতে যে মহাপরিকল্পনা গ্রহণ করেছিল তার বাস্তবায়ন কাজ প্রায় শেষের দিকে, কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে বঙ্গবন্ধু টানেল, বে-টার্মিনাল, আখতারুজ্জামান ফ্লাই ওভার, ল্লখান বাজার থেকে এয়ারপোর্ট পর্যন্ত ১৯কিমি এলিভেটেড একপ্রেস, স্পেশাল ইকোনমিক জোন সহ নানা প্রকল্প” মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে চট্টগ্রামে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।