মুহাম্মদ আনিচুর রহমান হানিফ ::
চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে আবারো সাড়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন ইয়াবা পাচারকারী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত ইয়াবা পাচারকারী ৩ জনের বাড়ি কক্সবাজার জেলার।
৩ ডিসেম্বর, শনিবার বিকাল ৪.৩০ টায় গোপন সূত্রে সংবাদ পেয়ে বাঁশখালী থানার চৌকষ অফিসার ইনচার্জ(ওসি)’র দিক নির্দেশনায় এস.আই(নিঃ) মং থোয়াই হ্লা চাক্ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বাঁশখালী থানাধীন পুইছড়ি ইউনিয়নস্থ দক্ষিণ পুঁইছড়ি ফুটখালী ব্রীজের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৪৫০০ (চার হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন ইয়াবা পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ৩জন হচ্ছেন (১) মোক্তার হোসেন(২৫), পিতা-বদি আলম, মাতা-মৃত গুল বানু, সাং-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং-১, ব্লক নং- ডি-৭, ইউপি রাজাপালং, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার, (২) মোঃ রফিক (২৩), পিতা-আবু আহাম্মদ, মাতা- মাহমদু খাতুন, সাং-বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং-৮ই, ব্লক নং-বি১৫, ইউপি- পালংখালী, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার ও (৩) খায়রুল আমিন (১৯), পিতা-মৃত মাহা তামিম, মাতা- লায়লা বেগম, সাং-কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ক্যাম্প নং-২, ব্লক নং-ডি-৪। ইউপি-রাজা পালং, থানা-উখিয়া, জেলা- কক্সবাজারদেরকে গ্রেফতার করেন।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ইয়াবা কারবারী ও পাচারকারীরা কক্সবাজার- টেকনাফ থেকে সারাদেশে ইয়াবা পাচার করার জন্য বাঁশখালীর প্রধান সড়ককে নিরাপদ মনে করে এই সড়ক দিয়ে ইয়াবা পাচারের চেষ্টা করলেও তাদের প্রতিটি পদক্ষেপ বাঁশখালী থানা পুলিশের দায়িত্বশীল সতর্কতায় ব্যর্থ হয়ে যাচ্ছে। আজকেও নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়ে থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে ৪,৫০০ পিস ইয়াবা সহ ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। এই সংক্রান্তে মাদক আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদের জেল হাজতে প্রেরনের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।