এই মৃত্যুর উপত্যকা আমার দেশ।
ঘরের বের হয়ে জানি না আর ঘরে ফিরে যেতে পারবো কি-না।
ঢাবির শিক্ষক!! তিনি কি মানুষ??
জিজ্ঞেসি কার কাছে??
এক নারীকে তার গাড়ির চাকায় গড়গড়িয়ে টেনে নিল নীলক্ষেত।
রক্তাক্ত হল রাজপথ, দানব ছুটে চলল স্বদর্পে।বিনাশ হল দেহ।
ব্যাংকের আমানত হাওয়া হয়ে যায় এই তো আমার দেশ।
সিনহা হারিয়ে যায় প্রদ্বীপের তলে।
সাত খুনে নারায়নগঞ্জ কলংকিত করে।
গুম হয়ে যাওয়া যুবক চিৎকার করে আসরে পরে বিবেকের গায়ে।
তবু! তবু ফিরে আসার পথ খুঁজে পায় না।
বেকার যুবক চিৎকার করে মরে কাজ চাই, কাজ চাই।
উদ্যোক্তা হও, কাজ দিবে আরো কত জনের।
–
৩/১২/২২