বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় সমিতি (বাকবিশিস), চট্টগ্রাম জেলার সাবেক সহসভাপতি এবং ফটিকছড়ি ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক অমর বিকাশ নন্দীর শোকসভা ও শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দিয়েছেন।
গত শুক্রবার দুপুরে অধ্যাপক অমর বিকাশ নন্দীর পরিবার ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার জুজখোলা গ্রামে নিজ বাড়িতে এই শোকসভা ও শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করে।
এতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ শিমুল বড়ুয়া, চট্টগ্রাম জেলা, মহানগর ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে অধ্যাপক ভবরঞ্জন বণিক, অধ্যাপক অসীম চক্রবর্তী, অধ্যাপক উত্তম চৌধুরী, অধ্যাপক অশোক সাহা, অধ্যক্ষ আবুল মনসুর মো. হাবিব, অধ্যাপক সমীর তালুকদার, অধ্যাপক অজিত দাশ, উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া অয়ন, অধ্যাপক সামিরা কুমকুম, অধ্যাপক মো. মেহেদী হাসান, অধ্যাপক রূপন দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক অমর বিকাশ নন্দীর সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন এবং তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর মঙ্গলবার সকাল সাতটায় চট্টগ্রামের স্থানীয় একটি ক্লিনিকে পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগের জটিলতায় ভুগছিলেন।