মুহাম্মদ আনিসুর রহমান হানিফ ::
চট্টগ্রামের বাঁশখালীতে দীর্ঘ ২৬ বছর পর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়েছে। এতে বাঁশাখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপিকে পুনরায় সভাপতি ও অধ্যাপক আব্দুল গফুরকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
শনিবার সন্ধায় চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ সামারা কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দীনের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২৬ বছর পর গত ৭ই ডিসেম্বর বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।সম্মেলনের আগে কাউন্সিলরদের তালিকা দিতে না পারায় দ্বিতীয় অধিবেশন স্থগিত রাখা হয়।
শনিবার সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ঘোষণা করা হয়েছে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় শনিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নগরীর দুই নম্বর গেটের অদূরে নাসিরাবাদ এলাকার সামারা কনভেনশন সেন্টারে।
দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। দ্বিতীয় অধিবেশনে বাঁশখালী উপজেলার কাউন্সিলরদের ভোটে ঘোষণা করা হয় বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি।
প্রধান অতিথি দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এমপি বলেন, ‘যারা অন্য দল থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে, তারা ভোটের সময় নৌকার বিরোধিতা করে রাজনীতি করে। ব্যক্তি ও পারিবারিক স্বার্থের জন্য আওয়ামী লীগ রাজনীতির নাম ভাঙায়। আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে ওদের সম্পর্কে সতর্ক থাকতে হবে।