এরশাদ আলী, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারীতে পুকুর ভরাট করায় লোকমান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে পৌরসভার মেডিকেল গেট এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম দৈনিক একুশের বাণীকে বলেন, পৌরসভার মেডিকেল গেট এলাকায় জলাধার (পুকুর) ভরাট করার অপরাধে লোকমান নামে এক ব্যক্তিকে পরিবেশ সংরক্ষন আইন- ১৯৯৫ এর ৬(ঙ) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।