ফটিকছড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসের মোমবাতি প্রজ্জ্বলন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
১৪ ডিসেম্বর বুধবার উপজেলার দাঁতমারা ইউপির আকবরপাড়া বধ্যভূমির সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফটিকছড়ি উপজেলা কর্মকর্তা সাব্বির রহমান সানির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুসাইন মুঃ আবু তৈয়ব।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা,উপজেলা ভূমি মেজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ হাসানুল কবির,উপজেলা মৎস কর্মকর্তা মোঃ মিজানুর রহমান,উপজেলা ফায়ার কর্মকর্তা ডলার ত্রিপুরা,২ নং দাঁতমারা ইউপি চেয়ারম্যান মু. জানে আলম। ইউপি সদস্য, মুক্তিযোদ্বাবৃন্দ ও বিভিন্ন নেতৃবৃন্দ।