গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগর ১ নং ওয়ার্ডের সকল ইমাম ও মোয়াজ্জেমদের পবিত্র ওমরাহ হজ্জ পালনের প্রতিশ্রুতি দিয়ে আজ লটারির মাধ্যমে একজন ইমাম একজন মোয়াজ্জেম সুযোগ পেয়েছেন। ধাপে ধাপে সকল কে পাঠানোর ব্যবস্থা করবেন কাশিমপুর থানা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক মোঃ মোশাররফ হোসেন মৃধা। ৫ ই জানুয়ারি নিজ বাড়িতে মরহুম পিতা মাতা সহ মৃত্যু ব্যক্তিদের স্বরণে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়। এসময় এলাকার মুরব্বি ও আত্মীয় স্বজন ছাড়াও দলীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরের খাবার শেষে প্রতিটি ইমাম ও মোয়াজ্জেমদের হাতে একটি করে শীতের চাদর উপহার দেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোশারফ হোসেন মৃধা বলেন,অনেক ইমাম মোয়াজ্জেমদের স্বামর্থ না থাকার কারনে তাদের কে ধাপে ধাপে পবিত্র ওমরাহ হজ্জ পালনের ব্যবস্থা করেছি। সমাজে তাদের অবস্থান অনেক উপরে,তাই তাদের সম্মান করা আমার নৈতিক দায়িত্ব, আল্লাহ আমাকে অনেক অর্থ সম্পদ দিয়েছে। তিনি আরও বলেন, মক্কা মদিনায় গিয়ে তারা আগে তাদের মা বাবার জন্য দোয়া করবে,পরে আমার মা বাবা সহ এলাকার সকল মৃত্যু ব্যক্তিদের জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ সভাপতি মোঃ শওকত মন্ডল,১ নং কাউন্সিলর প্রার্থী মোঃ আব্দুর রহিম খান,২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সোলায়মান মিয়া, থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক নুরুজ্জামান চিশতি, সাংগঠনিক সম্পাদক শওকত ইমরান মোল্লা, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান খান,কোনাবাড়ি থানা জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক,শরীফ মোল্লা, সদস্য সাইফ বিন আজাদ প্রমূখ।
Like this:
Like Loading...
Related
Comments
comments