গাজীপুর প্রতিনিধিঃ
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে চরম সত্য প্রবাহে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের পাশে মানবিক যুবলীগ নেতা গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু। শুক্রবার সকাল দশটায় টঙ্গী রেল স্টেশনে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের পাশে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। এ সময় এক দৃষ্টিহীন প্রতিবন্ধী বলেন -আমরা তিনটি সংস্থার কাছে শীতবস্ত্র চেয়েছি এবং বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে শীতবস্ত্র চেয়েও পাইনি। আজ শান্ত বাবুর কাছে কম্বল পেয়ে খুশি হয়েছি,তার জন্য দোয়া করি।
কম্বল বিতরণ শেষে শান্ত বাবু বলেন,আপনারা জানেন দেশের সংকট মূহুর্তে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে গাজীপুর মহানগর যুবলীগ সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে। করোনা কালীন সময়ে গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য বিতরণ করেছে,গরীব কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়েছে।
শান্ত বাবু আরও বলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাঈনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশে আমরা অসহায় মানুষ কে ঘর করে দিয়েছি,করোনার সময়ে অক্সিজেন সরবরাহ করেছি,গরীব ছাত্র/ ছাত্রীদের লেখাপড়া করার জন্য আর্থিক সহযোগিতা করেছি। তারই ধারাবাহিকতায় এই শীতের সিজনে প্রথম থেকে শীতবস্ত্র বিতরণ করে আসছি। টঙ্গী থেকে আমাকে জানিয়েছে যে এখানে শতাধিকের উপরে দৃষ্টিহীন প্রতিবন্ধী আছে তাদের শীতবস্ত্র প্রয়োজন,তাই সকালেই ছুটে এসেছি,তাদের পাশে দাড়াতে পেরে ভালো লাগছে। আশা করছি সব সময় অসহায় মানুষের পাশে থাকবো।
এ সময় উপস্থিত ছিলেন কাউলতিয়া সাংগঠনিক থানা যুবলীগ নেতা মতিউর রহমান মতিন,কোনাবাড়ি থানা যুবলীগ নেতা শেখ মোঃ সালাউদ্দিন,টংগী ৫৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী মোঃ মশিউর রহমান,৫৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রার্থী সাইফুল ইসলাম, যুবলীগ নেতা আতিকুল ইসলাম নয়ন,আব্দুর রাজ্জাক রাজ প্রমূখ।
Like this:
Like Loading...
Related
Comments
comments